ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুশান্ত সিং রাজপুত -এক অভিমানী তারকা

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জুন ২০২০

সুশান্ত সিং রাজপুত -এক অভিমানী তারকা

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ছিল ‘ছিচোরে’। যখানে সুশান্ত সিং রাজপুত তরুণ বয়সী পুত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। পুত্রটি উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু মারাত্মকভাবে আহত হলেও পুত্রটি সৌভাগ্যক্রমে বেঁচে যায়। ‘ছিচোরে’ ছবিতে সুশান্তের মুখে আত্মহত্যার বিরুদ্ধে গঠনমূলক পজিটিভ মনোভাবে উদ্বুদ্ধ হওয়ার অনেক সংলাপ ছিল। জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগী হওয়ার চমৎকার বক্তব্য ফুটে উঠেছিল ছবিটিতে। অথচ সেই সুশান্ত সিং রাজপুত নিজের জীবনের হতাশার বোঝা সামলাতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন। মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবী থেকে চির বিদায় নিলেন বলিউডের সম্ভাবনাময় সুদর্শন দীর্ঘাঙ্গী এই অভিনেতা। ১৪ জুন রবিবার মুম্বাই শহরের বান্দায় তাঁর নিজ বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ বাড়ির গৃহপরিচারিকা তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। তাঁর মতো একজন সম্ভাবনাময় মেধাবী অভিনেতার অকাল মৃত্যু গোটা বলিউডে গভীর বেদনার সৃষ্টি করেছে। জানা গেছে, অভিনীত গত কয়েকটি সিনেমার ব্যর্থতা সুশান্তকে গভীর হতাশা ও বিষণ্ণতায় নিমজ্জিত করেছিল। অল্প কিছু দিন আগে তার সেক্রেটারি উঁচু ভবন থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় আলোড়িত হয়েছিলেন সুশান্ত। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। তোমার আত্মা শান্তি পাক।’ সুশান্তের প্রাক্তন সেক্রেটারি ২৮ বছর বয়সী সুন্দরী তরুণী দিশা স্যালিয়ানের মৃত্যুর অস্বাভাবিক ঘটনা নানা প্রশ্নের উদ্রেক করেছিল জনমনে। প্রথমে বলা হয়েছিল দিশা আত্মহত্যা করেছেন কিন্তু পরে খবর পাওয়া যায় যে দিশা নেশাগ্রস্ত ছিলেন। গত ৩ জুন নিজের এক কোটি দুই লাখ অনুসারীর ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুত তার নিজের প্রয়াত মাকে নিয়ে একটি আকোঘন পোস্ট দিয়েছিলেন। ওটাই ছিল তার ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্ট। ২০১৯ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার চার্টার রোডের ওই এ্যাপার্টমেন্টের ভাড়া ছিল প্রতিমাসে সাড়ে চার লাখ রুপি। অগ্রিম ১৩ লাখ রুপি জমা দিয়ে আগামী ২০২২ সাল পর্যন্ত এ্যাপার্টমেন্ট মালিকের সঙ্গে তার চুক্তি হয়েছিল। ৪ বেডরুমের ওই ফ্ল্যাটে দারুণ বিলাসবহুল জীবনযাপন করতেন এই বলিউড অভিনেতা। সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। করোনা প্রকোপের সময় লকডাউনের মধ্যে সুশান্ত অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিন কাটাচ্ছিলেন বলে কেউ কেউ বলেছেন। তবে তার কাছের মানুষরা বলছেন সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কোনভাবেই এই তরুণ অভিনেতার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। ৩৪ বছর বয়সী একজন টগবগে সম্ভাবনাময় তরুণ কীভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন- সেটাই এখন রহস্য। তার ফ্ল্যাট থেকে কোন রকম সুইসাইড নোটও পাওয়া যায়নি। যা পাওয়া গেলে জানা যেত তাঁর মৃত্যুর কারণ। পড়াশোনায় বরাবরই ক্লাসের প্রথম সারিতে ছিলেন সুশান্ত। তাঁর চোখ ধাঁধানো একাডেমিক রেকর্ড যে কোন ছাত্রছাত্রীর কাছেই ঈর্ষণীয়। জিটিভির জনপ্রিয় হিন্দী সিরিয়াল ‘পবিত্র রিস্তা’ তাঁকে বিনোদন জগতে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। ছোট পর্দায় সফল ক্যারিয়ারের ফলে বলিউডে কাজ করার সুযোগ হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের দিল্লী কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে প্রবেশিকা পরীক্ষায় গোটা ভারতে সপ্তম স্থান অধিকার করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার জন্য দিল্লী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। পড়াশোনায় মেধাবী হয়েও নাচ, গান, অভিনয়ের প্রতি তাঁর আলাদা ঝোঁক ছিল। তারা মেধা ও সম্ভাবনা দেখে বন্ধুবান্ধবরা’ শোবিজের সঙ্গে যুক্ত হতে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। সবার উৎসাহে নাচ শিখতে ভর্তি হয়েছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার শামাক দাবরের ড্যান্স ক্লাসে। ধীরে ধীরে পড়াশোনা বাদ দিয়ে নিয়মিত থিয়েটার, স্টেজ শোয়ের দিকে ঝুঁকতে থাকেন সুশান্ত। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে একজন অভিনেতা হওয়ার প্রতি মনোযোগী হয়েছিলেন। ছোট পর্দায় ‘বিডা দেশ মে হ্যায় মেরা দিল’, ‘পবিত্র রিস্তা’, ‘ঝলক দিখলা যা’ প্রভৃতি সিরিয়াল, ‘টিভি শো তাকে ঘরে ঘরে ভাষণ জনপ্রিয় এবং পরিচিত করে তুলেছিল। এরপর ‘কাই পো চে’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় তাঁর আগমন ঘেটেছিল। এরপর বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছিলেন কোটি কোটি হৃদয়। এ ছাড়া ‘শুদ্ধ দেশি রোমাঞ্চ’, ‘দিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশি’, রাবতা, কেদারনাথ, সুনচারিয়া, ড্রাইভ ছবিগুলোতে প্রাণবন্ত উজ্জ্বল উপস্থিতির সুবাদে বিশাল সংখ্যক দর্শকের খুব কাছের একজন তারকা হয়ে উঠেছিলেন। সর্বশেষ সুশান্ত সিং রাজপুত অভিনয় করেন হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে নির্মিত হিন্দী সিনেমা ‘দিল বেচারা’ মুক্তির অপেক্ষায়। একজন সুঅভিনেতা হিসেবে দর্শক সমালোচকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারাটা ছিল সুশান্তের বড় অর্জন। তার অভিনীত বেশ কিছু সিনেমা খুব ভাল সাফল্য পেলেও কিছু ছবি ব্যর্থ হয়েছে। একজন মানুষের জীবনে সাফল্য-ব্যর্থতা দুটোই থাকে। ব্যর্থতাকে সহজভাবে মেনে নেয়ার মধ্যেই একজন মানুষ সার্থক হয়ে উঠতে পারেন জীবনে। সুশান্ত সিং রাজপুত যেভাবে তার ক্যারিয়ারকে এগিয়ে নেয়ার কথা ভেবেছিলেন বাস্তবে সেভাবে পারছিলেন না। এ্যাকশন থ্রিলার সিনেমা ‘ড্রাইভ’ নিয়ে এক ধরনের উচ্চাশা ছিল তার। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত সেভাবে নির্মিত হয়নি। সিনেমা হলে মুক্তি না পেয়ে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরম নেট ফ্লিক্সে এ মুক্তি পায় ‘ড্রাইভ’। সেখানে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি ছবিটি। এ কারণেও অভিনেতা সুশান্ত সিং রাজপুত অনেকটা হতাশ ছিলেন। বলিউডের রাজপুত্র হবেন আশা করেছিলেন সুশান্ত, মনে মনে স্বপ্নের জাল বুনেছিলেন। সেই আশা সেই স্বপ্ন পূরণ করতে না পারার দুঃখ নিয়ে অকালেই চির বিদায় নিলেন এই পৃথিবী থেকে। তার আত্মার শান্তি কামনা করছি। বলিউডে গত বেশ কিছুদিন থেকে মৃত্যুর মিছিল চলছে। এ বছর চলে গেছেন জনপ্রিয় তারকা অভিনেতা ঋষি কাপুর, ইরফান খান। কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ। গত সপ্তাহে মারা গেছেন বলিউডের গুণী মেধাবী এবং অসাধারণ চিত্র পরিচালক হিসেবে বাঙালীদের অহঙ্কার বাসু চট্টোপাধ্যায়। একের পর এক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে গিয়ে বলিউডে দারুণ এক বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। তেমনি মুহূর্তে সুশান্ত সিং রাজপুতের মতো একজন সম্ভাবনাময় মেধাবী জনপ্রিয় অভিনেতার আত্মহত্যার ঘটনা স্তম্ভিত করেছে বলিউডবাসীকে।
×