ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদিকে রাহুল

ভারতীয় সৈন্য হত্যার স্পর্ধা চীনের কী করে হয় ?

প্রকাশিত: ১৯:২৬, ১৮ জুন ২০২০

ভারতীয় সৈন্য হত্যার স্পর্ধা চীনের কী করে হয় ?

লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাতে নিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ঘটনায় মোদির নীরবতার সমালোচনা করেছেন তিনি। খবর এনডিটিভি অনলাইনের। ৭ জুন বুধবার সকালে টুইটারে দেয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চুপ কেন ? কেন তিনি লুকিয়ে আছেন? যথেষ্ট হয়েছে! কী ঘটেছে (ভারতীয় সেনাদের প্রাণহানি) তা আমাদের জানতে হবে। আমাদের জওয়ানদের হত্যা করার স্পর্ধা চীনের হয় কী করে? কোন সাহসে তারা আমাদের জমি নিয়ে নেয়?’ ভারত ও চীনের মধ্যে সোমবারের সংঘর্ষের ঘটনায় উভয় দেশ একে অন্যকে দোষারোপ করছে। বেজিং বলেছে, সোমবারের ঘটনা স্রেফ উস্কানিমূলক। ভারতীয় সৈন্যরা প্রথমে এ উস্কানি দিয়েছিল। ভারতও চীনের বিরুদ্ধে একই মনোভাব পোষণ করেছে। সোমবারের ওই মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য নিহত হয়। ভারতের আরও সৈন্য আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর। চীনের ৪৩ সৈন্য আহতের খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে বেজিং এ বিষয়ে মুখে কুলুম এঁটেছে। এসব ঘটনায় কোন গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি। উভয় সৈন্যরা হাতাহাতি অথবা মার্শাল আর্টের মতো যুদ্ধে জড়ালে এসব হতাহত হয়। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, উস্কানির প্রেক্ষাপটে এসব সংঘর্ষ হয়। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, কোন গুলির ঘটনা ঘটেনি। উভয়পক্ষ পাথর ছোড়াছুড়ি করে ও গদা দিয়ে হামলা চালায়। গত পাঁচ দশকের মধ্যে সোমবার সীমান্তে সবচেয়ে গুরুতর সংঘর্ষে জড়ায় ভারত-চীন।
×