ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০০:২৬, ১৭ জুন ২০২০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নূর-ই হেলাল সাইফুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি পাকিস্তানের করাচিতে ডেপুটি হাইকমিশনার হিসেবে রয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। খবর ওয়েবসাইটের। নূর-ই হেলাল সাইফুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
×