ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার সেই ওষুধ বাতিল করেছে এফডিএ

প্রকাশিত: ২২:৩৫, ১৭ জুন ২০২০

করোনার সেই ওষুধ বাতিল করেছে এফডিএ

রশিদ মামুন ॥ কোভিড-১৯ চিকিৎসায় বহুল আলোচিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করেছে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ)। প্রেসিডেন্ট ট্রাম্প ম্যালেরিয়ার এই প্রতিষেধককে করোনা চিকিৎসায় খুব শক্তিশালী ওষুধ হিসেবে উল্লেখ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুধু অন্যদের নয় নিজের করোনা হওয়ার আগেই প্রতিরোধের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন বলে জানিয়েছিলেন। ফলে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে এই ওষুধটির ব্যবহার বেড়ে গিয়েছিল। এরমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একবার হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিষিদ্ধ করে আবার ব্যবহারের অনুমোদনও দেয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিলের বিষয়ে যে রিপোর্ট করেছে সেখানে মার্কিন প্রেসিডেন্টের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ১৯ মার্চ প্রথম হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের কথা বলেছিলেন। এরপর মার্চেই আরও দুই দফা ২৩ এবং ২৯ তারিখে আবারও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের কথা বলেন। ভিডিওটিতে দেখা যায় ৩ এবং ১০ মে আবারও জোর দিয়ে বলেন হাইড্রোক্সিক্লোরোকুইন কোভিড চিকিৎসায় কার্যকর। এরপর ১৮ মে আবারও সংবাদ সম্মেলনে হাইড্রোক্সিক্লোরোকুইনকে করোনার বিরুদ্ধে শক্তিশালী ড্রাগ হিসেবে উল্লেখ করেন। সঙ্গত কারণে পৃথিবীর ক্ষমতাধর উন্নত দেশ আমেরিকার প্রেসিডেন্ট বারবার হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে জোর দিলে তৃতীয় বিশ্বের অনেক দেশ কোন রকম ট্রায়েল ছাড়াই ওষুধটি ব্যবহার শুরু করেছে। এখন এসে এফডিএ বলছে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে হৃদরোগের ঝুঁকি বাড়ছে সঙ্গে সঙ্গে অন্যান্য পাশর্^প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের জোরালো দাবির মধ্যেই ভারত এটির রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। নিজেদের প্রয়োজন মেটাতে ভারতের এমন সিদ্ধান্তের পরও ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এজন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে। এরপর আবার আমেরিকাকে হাইড্রোক্সিক্লো-রোকুইন দেয়া শুরু করে ভারত। তবে এখন এফডিএর এই বাতিল আদেশের পর প্রশ্ন উঠছে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প কিসের ভিত্তিতে এতটা জোর দিয়েছিলেন। শুধু ট্রাম্প নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। করোনা চিকিৎসায় রাষ্ট্রগুলো ডব্লিউএইচও এর গাইডলাইন অনুসরণ করছে। আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের মধ্যে গত ২৫ মে ডব্লিউএইচও কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বাতিল করে। ওই সময় বিখ্যাত চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানচেট প্রকাশিত এক গবেষণায় কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাওয়ার দাবি করা হয়। গবেষণায় বলা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। করোনার চিকিৎসায় এটি ব্যবহার করলে হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। এরপর গত ৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস এক সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসের মৃত্যু নিয়ে যে তথ্য আমাদের কাছে এসেছে তার ভিত্তিতে আমাদের বিশেষজ্ঞ কমিটি হাইড্রোক্সিক্লোরোকুইন চালু করার কথা জানিয়েছে। তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি এই ওষুধটির পরীক্ষা বাতিলের কোন কারণ খুঁজে পায়নি।
×