ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দাবি

প্রকাশিত: ২২:০০, ১৭ জুন ২০২০

দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দাবি

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৬ জুন ॥ সারাদেশে টেকনোলজিস্ট স্বল্পতার কারণে অদক্ষ লোক দিয়ে করোনাভাইরাসসহ অন্য রোগের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সারাদেশে ২০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বরগুনা জেলা প্রাইভেট মেডিক্যাল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি দীপক মজুমদার লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাসকৃত ২৫ থেকে ৩০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলজিস্ট বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। ২০০৮ সালের পর থেকে ১২ বছরে আমাদের কোন নিয়োগ দেয়া হয়নি। ২০১৩ সালে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছিলেন তাদের প্রায় ৯৬ ভাগ টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে গেছে।
×