ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৯ বছরেও শেষ হয়নি বিচার ॥ স্বজনদের ক্ষোভ

প্রকাশিত: ২১:৫৫, ১৭ জুন ২০২০

১৯ বছরেও শেষ হয়নি বিচার ॥ স্বজনদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসের বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্য দীর্ঘ ১৯ বছরেও শেষ হয়নি। বোমা হামলায় ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগসহ ২০ নেতাকর্মী নিহত হয়। আহত হন এমপি একেএম শামীম ওসমানসহ অর্ধশত নেতাকর্মী। বোমা হামলার বিচারশেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের আত্মীয়-স্বজনরা। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ নেতাকর্মী নিহত হয়। মঙ্গলবার এ দিনটি স্মরণ করে সকালে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা চাষাঢ়া শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক প্রদান করেছেন নিহতের আত্মীয়-স্বজনরা। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। রাত পৌনে আটটার দিকে তখনকার সাংসদ শামীম ওসমান যখন নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলেন। সে সময় বোমা হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ২০ জন নেতা কর্মী প্রাণ হারান। শামীম ওসমানসহ আহত হয় কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী। চিরতরে পঙ্গুত্ব বরণ করেন চন্দন শীল ও রতন দাস। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলার সাতবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। কিন্তু এখন পর্যন্ত মামলার বিচার কার্য শেষ হয়নি। আওয়ামী লীগ কার্যালয়ের বোমা হামলায় নিহত ২০ পরিবারের স্বজনরা ১৯ বছরেও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, বোমা হামলার দায়েরকৃত দুটি মামলায় ৩২ সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে। আরও কিছু সাক্ষী রয়েছে। করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলার কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়েছে। করোনার ভয়াবহতার পর নিয়মিত আদালত শুরু“ হলে সেসব সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। নিয়মিত আদালত চালু হলে আগামী তিন মাসের মধ্যে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলে বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×