ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা রোগীকে যৌন হয়রানি ॥ ওয়ার্ড বয় গ্রেফতার

প্রকাশিত: ২১:৪৯, ১৭ জুন ২০২০

করোনা রোগীকে যৌন হয়রানি ॥ ওয়ার্ড বয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নূরনগর এলাকায় করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে যৌনহয়রানির অভিযোগে ওই হাসপাতালে কর্মরত নজরুল ইসলাম (৩৫) নামে এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সোনাডাঙ্গা থানাধীন হাফিজ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুলনার ডায়াবেটিক হাসপাতালে স্থাপিত করোনা বিশেষায়িত হাসপাতালটি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনা করছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী রেজা সেকেন্দার জানান, করোনা হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিক নজরুল ইসলাম নামের কর্মচারী করোনা আক্রান্ত এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই কর্মচারীকে সোমবার কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, হাসপাতালে করোনা রোগীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
×