ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২১:৪৭, ১৭ জুন ২০২০

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ জুন ॥ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার টঙ্গীর হোসেন মার্কেট বিএইচআইএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা কারখানা গেটে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছে। ৩ দফা দাবিতে করা বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছড়িয়ে পড়লে পুলিশী বাধায় মহাসড়ক অবরোধ পন্ড হয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, মহাসড়ক অবরোধ করতে চাইলে শ্রমিকদের নিবৃত্ত করা হয়। কারখানা সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে পোশাক কারখানার শ্রমিকরা কারখানার দাবি-দাওয়ার ব্যানার নিয়ে মিছিল শুরু করে। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিনা কারণে শ্রমিক ছাঁটাই ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল দাবিতে তাদের এ আন্দোলন। ভুক্তভোগী শ্রমিকরা বলেন, শ্রমিকরা যাতে বড় ধরনের আন্দোলনে যেতে না পারে এমন কৌশলে মালিক পক্ষ দুএকজন করে শ্রমিক প্রতিদিনই ছাঁটাই করে চলেছে। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করতে গেলেই শ্রমিকদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানি করছে মালিক পক্ষ। টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক রাজ্জাকুল হায়দার বলেন, শ্রমিকদের ৩ দফা দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বললে মালিক পক্ষ করোনা সময়ে তাদের গার্মেন্টসে মন্দা চলছে, অর্ডার নেই তাই বাধ্য হয়েই তারা বিজিএমইএর দেয়া সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ের কাজটি করছে।
×