ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিডিবির ১১ কেভি লাইন ॥ চট্টগ্রামে টেন্ডার হলেও প্রতিস্থাপন হয় না

প্রকাশিত: ২১:৪৭, ১৭ জুন ২০২০

পিডিবির ১১ কেভি লাইন ॥ চট্টগ্রামে টেন্ডার হলেও প্রতিস্থাপন হয় না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে খুলশী গ্রিডের ১১ কেভি লাইনে বিদ্যুত বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহকরা। গত ছয়মাস ধরে পাকিস্তানী মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইল এ্যান্ড হোসিয়ারি মিল (টিপিএইসএম), ইস্পাহানি চা ও ফুড কারখানার জন্য সংযোজিত লাইনের কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে খোদ পিডিবির কর্মচারী ও লাইনম্যানরা ক্ষোভ প্রকাশ করেছেন। খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন বিষয়টি জনকণ্ঠের কাছে স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তিনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও আদৌ তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে ১১ কেভি লাইন পরিবর্তনের জন্য তার ক্রয়ের টেন্ডার হলেও তা প্রতিস্থাপন হয় না অদৃশ্য কারণে। অভিযোগ রয়েছে, প্রতিদিন সকাল-সন্ধ্যা বিদ্যুতের ভোল্টেজ ওঠানামাসহ বিদ্যুত বিভ্রাটের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ফ্যান, টিভি, ফ্রিজ থেকে শুরু করে ওভেন পর্যন্ত অতিরিক্ত ভোল্টেজের কারণে বিকল হওয়ার ঘটনা ঘটেছে। লাইন মেরামতের জন্য টেন্ডারে ১১ কেভি লাইনের তার ক্রয় করা হলেও তা প্রতিস্থাপন হচ্ছে না। ফলে বিদ্যুত বিভ্রাটের ঘটনা অত্যধিক হারে বেড়ে গেছে এ এলাকায়। এদিকে, বিদ্যুত বিভ্রাটের কারণে মিটার পুড়ে গেলেও দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পিডিবি তা প্রতিস্থাপন করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ রয়েছে, আবাসিক এলাকায় এক ভূমিদস্যুকে থ্রি ফেজ বিদ্যুত সংযোগ দিয়ে পিডিবি অসৎ উদ্দেশ্য সাধন করেছে। এমনকি পিলার থেকে বিদ্যুত সংযোগ না দিয়ে আবাসিক এলাকার লাইনের মাঝখান থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন আকবর শাহ মাজার ও পরিবেশ ভবন এলাকায় ঘন ঘন বিদ্যুত বিভ্রাট প্রসঙ্গে প্রকৌশলী কেনোয়ার হোসেন জনকণ্ঠকে বলেন, ইস্পাহানি শিল্পগোষ্ঠীর একটি লাইনের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। বিদ্যুত বিভ্রাটের কারণে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে-এমন প্রশ্নে তিনি উত্তর করেননি। ওই এলাকার দায়িত্বে থাকা উর্ধতন উপসহকারী প্রকৌশলী জনৈক শংকরকে অবৈধ লাইন প্রসঙ্গে জানানো হলেও কোন ধরনের পদক্ষেপ চোখে পড়েনি গ্রাহকদের।
×