ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়া-ধলগ্রাম সড়ক বেহাল ॥ ভোগান্তি

প্রকাশিত: ২১:৪৭, ১৭ জুন ২০২০

বাঘারপাড়া-ধলগ্রাম সড়ক বেহাল ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ থেকে ধলগ্রামের সড়কের অবস্থা খুবই করুণ। ভারি যানবাহন চলাচলের কারণে দীর্ঘ সাত কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি জমে থাকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওইসব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম, দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নের মধ্যে দিয়ে পাকা প্রায় সাত কিলোমিটার সড়ক। এ সড়ক দিয়ে খলশী, বহরমপুর, নওয়াপাড়া, মামুদালীপুর, বাউলিয়া, বালিয়াডাঙ্গা, বরভাগ, ধলগ্রামসহ প্রায় ১৫-২০টি গ্রামের মানুষের প্রতিনিয়তই চলাচল করতে হয়। এটি মানুষের চলাচলের জন্য একমাত্র পথ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। রাস্তার বেহাল দশার কারণে দিন দিন বাড়ছে দুর্ভোগ। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। দিনে কিংবা রাতে চলাচলের সময় রাস্তার ছোট-বড় গর্তে উল্টে পড়ে ভ্যান, সাইকেলসহ ছোটখাটো যানবাহন। প্রতিদিন এই সড়কের ওপরই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। বাঘারপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক ইমরান হোসেন বলেন, রাস্তায় গর্ত থাকায় মোটরসাইকেল চালাতে হিমশিম খেতে হয়। জরুরী ভিত্তিতে রাস্তার সংস্কার করা প্রয়োজন। রাস্তার ধারেই রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রতিনিয়তই স্কুলের শিক্ষার্থী, যানবাহন চালক, পথচারীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভ্যানচালক তরিকুল জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারেন না। এতে যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। ইজিবাইক চালক আবু সাইদ বলেন, রাস্তায় ছোট-বড় গর্তের জন্য যাত্রীরা আরামে গাড়িতে বসতে পারেন না। তারপরও ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়। এ বিষয়ে বাঘারপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আবু সুফিয়ান জানান, জরাজীর্ণ রাস্তাগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ঠিকাদার সংস্কার কাজ শুরু করবে।
×