ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে হুমকি

প্রকাশিত: ২১:৪৬, ১৭ জুন ২০২০

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে হুমকি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৬ জুন ॥ চট্টগ্রাম বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রতœপুর গ্রামের হাফেজ এরফানুল হক (৩৬) খুনের আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিহতের পরিবারের ঘরবাড়ি ভাংচুর ও দোকানপাট লুটপাটের ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নিহতের পরিবারকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা। এ ঘটনায় নিহতের বড়ভাই আমিনুল হক বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। এরপর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে হত্যা মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষের লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে একাধিকবার বাগবিতন্ডার ঘটনা ঘটেছে। জানা যায়, বাহারছড়া ইউনিয়নের রত্নাপুর গ্রামের বুধাগাজী পাড়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে গত ২৫ মে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদ কালু, মোহাম্মদ এনাম, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ দিদারুল আলম, সাহাব উদ্দীনের নেতৃত্বে দফায় দফায় অর্ধ শতাধিক ব্যক্তি জায়গার মালিক (মৎস্য ঘের মালিক) হাফেজ এরফানুল হক (৩৬) এর ওপর দা-কিরিচ নিয়ে হামলা করে। তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×