ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ॥ সাতক্ষীরায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ২১:৪৫, ১৭ জুন ২০২০

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ॥ সাতক্ষীরায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার বুলারাটি গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবর রহমান বাদী হয়ে সোহানা পারভিন নামের এক নারী ও অজ্ঞাতনামা আরও একজনসহ মোট দুইজনের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত যুবকের নাম কামাল হোসেন ওরফে বাবু (২৫)। সে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পেশায় সে একজন ফ্যাক্স ফোনের দোকানদার। জানা যায়, সোহানা পারভিনের ফেসবুক আইডি থেকে গত ১৩ জুন রাত সাড়ে ১০টায় একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেন। তার ফেসবুকে যে স্ট্যাটাস দেয়া হয়েছিল তা হুবহু তুলে ধরা হলো, ‘আজকে দুই উইকেট পড়লো, আরও ২-৪টি পড়ে গেলে এ জাতি হয়ত কিছুটা শান্তি পাবে, এ দেশের মাটি আর পারতেছে না ওই পাপীদের ভার সইতে’।
×