ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার হটস্পটে পরিণত হচ্ছে কেরানীগঞ্জ

প্রকাশিত: ২৩:৫০, ১৬ জুন ২০২০

করোনার হটস্পটে পরিণত হচ্ছে কেরানীগঞ্জ

নিজস্ব সংবাদাতা, কেরানীগঞ্জ, ১৫ জুন ॥ করোনার হটস্পটে পরিণত হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা, প্রতিদিন হুহু করে বাড়ছে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা। আক্রান্ত লোকের এ সংখ্যা বাংলাদেশের সকল উপজেলাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষ স্থানে চলে এসেছে কেরানীগঞ্জ। গত এপ্রিল মাসের ৩ তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার পর্যন্ত এ উপজেলা থেকে ২ হাজার ১শ’ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হলে ৭০৯ জন করোনায় শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২শ’ ৬৭ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। জিনজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যা কিনা কোভিড হাসপাতাল হিসেবে নির্ধারণ করে দিয়ে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। প্রতিদিন এখানে প্রায় ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় যার রিপোর্ট হাতে পৌঁছতে সময় লাগে ২ থেকে ৩ দিন। করোনার হটস্পটে পরিণত হওয়া কেরানীগঞ্জকে রক্ষা করতে প্রতিনিয়ত উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা প্রচারসহ সরকারী কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও কেরানীগঞ্জে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়ছে। এখানে অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। সামাজিক দূরত্ব মেনে চলার বালাই পর্যন্ত কারো মধ্যে নেই। শপিংমল, দোকান-পাট ও রাস্তাঘাটে অধিকাংশ মানুষই মাস্ক ও হ্যান্ড গ্লাবস ব্যবহার করছে না। মানুষের কাছে কারণ জানতে চাইলে তারা নানা অজুহাত দেখাচ্ছে। বিশিষ্টজনরা বলছে করোনাকালে সরকারী স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনার ফলেই এ উপজেলায় দিন দিন করোনার আস্তানায় পরিণত হচ্ছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, একটি একক উপজেলা হিসেবে কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংখ্যা দু’একটি বিভাগের চেয়েও অনেক বেশি। এখানে অনেক লোকের বসতি তাই দিন দিন উপজেলায় করোনায় সংক্রমিত লোকের সংখ্যা বেড়েই চলবে। এ পরিস্থিতিতে আমাদের দুটি বিষয় মেনে চলতে হবে সতর্কতা ও সচেতনতা। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন বলেন, বর্তমানে কেরানীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭শ’ ৯ জন। তারা কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিনজিরা এলাকায় কোভিড হাসপাতাল নামে আরেকটি হাসপাতালে এ দুটি স্থানে চিকিৎসা নিচ্ছে। তাছাড়া কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যখন থেকে দেশে করোনা রোগী শনাক্ত হচ্ছে তখন থেকেই কেরানীগঞ্জেও করোনায় শনাক্ত পাওয়া যাচ্ছিল।
×