ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের একটি ওয়ার্ড দিয়ে আজ রাতে শুরু লকডাউন

প্রকাশিত: ২৩:৪৮, ১৬ জুন ২০২০

চট্টগ্রামের একটি ওয়ার্ড দিয়ে আজ রাতে শুরু লকডাউন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে চট্টগ্রামে মঙ্গলবার রাতে একটি ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে লকডাউন। রাত ১২টা ১ মিনিটে লকডাউন কার্যকর হবে সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডে, যা ২১ দিন পর্যন্ত বহাল থাকবে। পর্যায়ক্রমে রেড জোন হিসেবে চিহ্নিত দশটি এলাকায় কার্যকর করা হবে এই লকডাউন। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে লাগাম টানতে ঘরে অবস্থানের কোন বিকল্প নাই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে লকডাউন কার্যকর করা হচ্ছে উত্তর কাট্টলী ওয়ার্ডে। লকডাউন সময়ে রেড জোন ঘোষিত এলাকায় প্রবেশ ও বাইরে যাওয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। বগুড়া প্রেস ক্লাব স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়া প্রেসক্লাব অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। সোমবার সকালেই তা কার্যকর করা হয়। প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিক রেহমান জানিয়েছেন বগুড়ায় কর্মরত সাংবাদিকদের (সংবাদপত্র ও টিভি চ্যানেল) একটি অংশের মধ্যে কোভিড-১৯ পজিটিভ ফলাফল আসায় প্রেসক্লাব সাময়িক বন্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাবভিত্তিক সব কর্মকান্ড বন্ধ থাকবে।
×