ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ডাকাতের হাতে গৃহকর্তা নিহত

প্রকাশিত: ২৩:৪৬, ১৬ জুন ২০২০

ফরিদপুরে ডাকাতের হাতে গৃহকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ জুন ॥ গৃহকর্তা (৭০) কে হত্যা করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা ওই বৃদ্ধের মুখে গেঞ্জির কাপড় ঢুকিয়ে ও হাত এবং পা বেঁধে ফেলে রাখায় তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। রবিবার রাত ১১টার পর থেকে ১২টার মধ্যে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাড়ি থেকে ৩০ হাজার টাকা, দুই ভরি ওজনের সোনার অলঙ্কার, বাড়ির জমির দলিল ও জাতীয় আইডি কার্ড নিয়ে যায়। নিহত ওই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সিরাজুল ইসলাম (৭০) মদনদিয়া গ্রামের মৃত মাসিক খাঁর ছেলে। তিনি সাত মেয়ে ও দুই ছেলের বাবা। তার এক ছেলে দেড় বছর আগে মারা গেছেন। ছয় মেয়ের বিয়ে হয়ে গেছে। অবিবাহিত ছোট মেয়ে মৌসুমী আক্তারকে (২৮) নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। রূপগঞ্জে ডাকাত নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে রিপন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার তারাব পৌরসভার বরপা এসিএস টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। নিহত রিপনের বাড়ি উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। গ্রেফতারকৃতরা হলেন, বরপা শান্তিনগর এলাকার মোঃ আলীর ছেলে হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার সুলতান মিয়ার ছেলে মোশারফ।
×