ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২৩:৪৩, ১৬ জুন ২০২০

বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ জুন ॥ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। চলতি অর্থবছরের বাজেটে ট্যাক্সেস খাতে ৫ কোটি ৪৬ লাখ টাকা, রাজস্ব খাতে সরকারী অনুদান, উন্নয়ন খাতে সরকারী অনুদান, প্রকল্প সহায়তা খাতে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা আয় দেখানো হয়। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৬০০ টাকা, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৪৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় দেখানো হয়। সমাপনী স্থিতি ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ১৮১ টাকা। এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, সচিব হালিম উল্যাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দিন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক প্রমুখ।
×