ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির জোড়া খুনের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতার রিমান্ড

প্রকাশিত: ২২:৪৭, ১৬ জুন ২০২০

হাবিপ্রবির জোড়া খুনের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতার রিমান্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চাঞ্চল্যকর ২ শিক্ষার্থী হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজব ও সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে দিনাজপুর আমলি আদালত-১ (সদর) এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন সিআইডির আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও কোতোয়ালি থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওই ২ নেতাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এর আগে সিআইডি’র জেলা পুলিশ পরিদর্শক রমজান আলী তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। এছাড়াও কোতোয়ালি পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও বিকেল ৪টায় শহরের সুইহারী আশ্রম পাড়ার নিজ বাসা থেকে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক রজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে হত্যা ও বোচাগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। আর সুজনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ ৫টি মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ এপ্রিল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে রাত ৮টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মারধর করে।
×