ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে চাঁদা না দেয়ায় ৩০০ হাঁস হত্যা

প্রকাশিত: ২২:৪৬, ১৬ জুন ২০২০

নীলফামারীতে চাঁদা না দেয়ায় ৩০০ হাঁস হত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বনভোজনের জন্য ২০ হাঁস না দেয়ায় ৩০০ হাঁস হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার হাঁসের মালিক রাসেল রানা বিষয়টি তুলে ধরে জানান, এ ঘটনায় তিনি নীলফামারী থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নাদিয়ার দোলা সংলগ্ন এলাকায় হাঁসের খামার গড়ে তুলে শহিদুল ইসলামের ছেলে রাসেল রানা। রাসেল রানার বাবা শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ৮ জুন বনভোজনের জন্য ২০টি হাঁস চাঁদা দাবি করে গোড়গ্রাম ইউনিয়নের কির্ত্তনীয়াপাড়ার রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, সুলতান আলী ও আল আমিন। আমি হাঁস দিতে অস্বীকৃতি জানাই। এ ঘটনার তিনদিন পর ১১ জুন সকালে খামারে গিয়ে দেখি কিছু হাঁস ছটফট করে মৃত্যুবরণ করছে। তাৎক্ষণিক কয়েকটি হাঁস উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তিনি বিষক্রিয়ার কারণে মারা গেছে বলে নিশ্চিত করেন। এর পর গত কয়েকদিনে খামারের ৩০০ হাঁস মারা যায়। তিনি বলেন, বনভোজনের জন্য হাঁস না দেয়ায় তারাই পরিকল্পিতভাবে বিষ দিয়ে খামারের ৩০০ হাঁস হত্যা করেছে।
×