ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ২২:৪৫, ১৬ জুন ২০২০

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২২৭ মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নিমতলা নামক স্থানে। ভারতের ১৫৯ আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, রবিবার রাতে কিছু গরু ব্যবসায়ী চোরাইপথে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে আগ্রাবাদ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের ওপর গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তুড়িপাড়া গ্রামের ভুলু তুড়ির ছেলে নির্মল তুড়ি (সুভাষ) (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
×