ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে ছাত্রদল নেতাকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ২২:৪৩, ১৬ জুন ২০২০

যশোরে ছাত্রদল নেতাকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ইব্রাহিম হোসেন নামে ছাত্রদলের স্থানীয় এক নেতা ও তার বন্ধুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হচ্ছে। ঘটনার একদিন পার হলেও পরিবারের সদস্যরা যশোরের র‌্যাব ও পুলিশের কাছে গিয়েও তাদের খোঁজ পাননি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই নামে কাউকে আটক করেনি। এদিকে, ‘উঠিয়ে নেয়া’ ছাত্রদল নেতাকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নিখোঁজ ইব্রাহিম হোসেন যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নতুনহাট গ্রামের মাহবুব মোল্লার ছেলে। আর তার বন্ধু রিপনের বাড়ি সদর উপজেলার মেঘলা গ্রামে। ইব্রাহিমের ছোট ভাই আব্দুল্লাহ জানান, শনিবার রাত আটটার দিকে তাদের বাড়ির কাছে ঝিকরগাছা উপজেলার লাউজানি বাজার থেকে সাদা পোশাকের একদল লোক তার ভাই ও তার বন্ধু রিপনকে একটি মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ‘অপহরণকারীরা’ নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে গুলি করার হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে ওই দুইজনের কোন সন্ধান মেলেনি। একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দুইজন দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই মোটরসাইকেলে লুঙ্গি পরা চার ব্যক্তি এসে তাদের ধরেন। এ সময় দুইজনই চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গেলে আটককারীরা লুঙ্গি খুলে ফেলেন। তখন দেখা যায় তারা প্যান্ট পরিহিত। এ সময় ওই লোকেরা দাবি করেন, তারা র‌্যাবের সদস্য, কেউ যেন কাছে না আসে। এরপর একটি কালো রঙের মাইক্রোবাস এসে তাদের নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকেরা বলছেন, মোটরসাইকেল ও গাড়ি দেখে এবং আগন্তুকদের আচরণে মনে হয়েছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক। ভাই আব্দুল্লাহ জানান, তারা ঝিকরগাছা ও যশোর কোতোয়ালি থানা, ডিবি পুলিশের দফতরে গিয়েও ‘অপহৃতদের’ সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের মা নুরজাহান বেগম বলেন, তার ছেলের বিরুদ্ধে নাশকতার ‘রাজনৈতিক’ মামলা রয়েছে বেশ কয়েকটি। এছাড়া অন্য কোন ধরনের অপরাধের অভিযোগ নেই তার বিরুদ্ধে। ছেলে অপহরণের ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান। যশোর র‌্যাব অফিসের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ইব্রাহিম ও রিপন নামে কাউকে তারা আটক করেননি। এদিকে, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম হোসেনকে আটক করেছে, কিন্তু তার কোন হদিস দিচ্ছে না। তিনি বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক।’
×