ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরের সন্ত্রাসী ‘ট্যাবলেট সোহেল’ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ!

প্রকাশিত: ২২:৪২, ১৬ জুন ২০২০

যশোরের সন্ত্রাসী ‘ট্যাবলেট সোহেল’ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ১০ দিন আগে অভয়নগরে শ্বশুরবাড়ি থেকে ‘নিখোঁজ’ রয়েছে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সন্ত্রাসী সোহেল ওরফে ট্যাবলেট সোহেল। পুলিশ পরিচয়ে তাকে গত ৬ জুন শ্বশুরবাড়ি থেকে উঠিয়ে নেয়া হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেছে। পরিবারের লোকজন অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। ট্যাবলেট সোহেলের মা আয়েশা বেগম জানিয়েছেন, ৬ জুন রাতে একদল পুলিশ অভয়নগরের পচা মাগুরা গ্রামের সোহেলের শ্বশুরবাড়িতে যায়। সেখান থেকে সাদা পোশাকের একদল পুলিশ সোহেলকে একটি মাইক্রোবাসে উঠায়। সে সময় একটি পুলিশ ভ্যানও ছিল। সোহেলকে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী রোমেছা খাতুন মোবাইল ফোনে বিষয়টি জানায়। এরপর অভয়নগর থানায় গেলে তার কোন সন্ধান পায়নি। অনেক স্থানে খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, সোহলের স্ত্রী রোমেছা অভয়নগর থানায় যায় একটি জিডি করতে কিন্তু কোন জিডি নেয়নি। পরে লোকমুখে সংবাদ পেয়ে লাশের সন্ধানে নড়াইল সদর হাসপাতালে যায়। কিন্তু সেখানেও তার কোন খোঁজ পায়নি। পুলিশ এ ব্যাপারে কোন তথ্য দিচ্ছে না। এ বিষয়ে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, ট্যাবলেট সোহেল নামে এক সন্ত্রাসীর নাম শুনেছি। মাঝে মধ্যে সে মোটরসাইকেলে করে প্রেমবাগে এসে মাদক বিক্রি করে চলে যায়। একদিন পুলিশও পাঠানো হয়েছিল। কিন্তু তাকে আটক করা যায়নি। তার নিখোঁজের বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।
×