ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে বসছে আরও চার নমুনা সংগ্রহ বুথ

প্রকাশিত: ২২:৪২, ১৬ জুন ২০২০

রামেক হাসপাতালে বসছে আরও চার নমুনা সংগ্রহ বুথ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে প্রতিদিনই বড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। নমুনা সংগ্রহে গতি বাড়াতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ সিটি কর্পোরেশন এলাকার নিরাপদ কয়েকটি উন্মুক্ত স্থানে ‘নমুনা সংগ্রহের বুথ’ চালু হতে যাচ্ছে। স্বেচ্ছায় যারা নমুনা পরীক্ষার করাতে চান তারা এই বুথগুলোতে গিয়ে তাৎক্ষণিক নমুনা দিতে পারবেন। তবে স্থানীয় মহলের দাবি শুধু নমুনা সংগ্রহ বৃদ্ধি করলেই হবে না, ল্যাবে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে হবে। নয়তো রাজশাহীতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নমুনা জটের পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি পবে। জানা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪টি ‘নমুনা সংগ্রহ বুথ’ স্থাপনের সরঞ্জামাদি এসে পড়েছে। বুথগুলো চালু করতে এরই মধ্যে হাসপাতালটির কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। ৪টি বুথের মধ্যে দুটি বসানো হবে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ এলাকায় এবং অপর দুটি বসানো হবে আউটডোর বিভাগ এলাকায়। রামেক হাসপাতালের প্রধান গেটের পূর্ব পাশে সম্প্রতি দুটি কাঁচের ঘর নির্মাণ করা হয়েছে। এই দুটি কাঁচের ঘর নমুনা সংগ্রহের বুথ হিসেবে কাজে লাগানো হবে। তবে ঠিক কবে নাগাদ এই বুথগুলো চালু হবে এ বিষয়ে কোন পক্ষই কিছু জানাতে পারেনি।
×