ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিকে জখম

প্রকাশিত: ২২:৪১, ১৬ জুন ২০২০

নওগাঁয় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিকে জখম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ শহরের পার-নওগাঁ আলুপট্টিতে হিন্দু সম্প্রদায়ের দোকানে সানরাইজ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দখল করার প্রতিবাদ করায় ওই ক্লাবের সাধারণ সম্পাদক রনি হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি শ্রী রামচন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে। রামচন্দ্র শহরের সুলতানপুর মহল্লার মৃত বীরেন্দ্রনাথের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শহরের হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে রবিবার রাতে আহত রামচন্দ্রের স্ত্রী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, শনিবার রাত ৮টার সময় সানরাইজ ক্লাবের সামনে ৩টি দোকানে রামচন্দ্রসহ কয়েকজন তাদের দোকান ঘরে দোকানদারি করছিল। এ সময় হঠাৎ করে ওই দোকানগুলোতে ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ক্লাবের সাধারণ সম্পাদক রনি। রামচন্দ্র এই বিষয়ে প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে রনি ধারালো অস্ত্র দিয়ে রামচন্দ্রকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ হাসপাতালে এবং পরে রামেকে ভর্তি করে দেয়। স্থানীয় দোকানিরা জানায়, রনি ওইসব দোকান থেকে রীতিমতো চাঁদাবাজি করে থাকে। সে শহরের আলুপট্টি মহল্লার মৃত মুনছুর আলীর পুত্র।
×