ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয় পেলেও মন ভরেনি রিয়াল মাদ্রিদের খেলায়

প্রকাশিত: ২২:৩৯, ১৬ জুন ২০২০

জয় পেলেও মন ভরেনি রিয়াল মাদ্রিদের খেলায়

জাহিদুল আলম জয় ॥ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার খেলায় মরচে না পড়লেও বিরতি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। প্রায় ১০০ দিন পর (৯৭দিন) রবিবার রাতে মাঠে নেমেছিল গ্যালাক্টিকোরা। স্প্যানিশ লা লিগার এই ম্যাচে অতিথি এইবারের বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেলেও মন ভরাতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস, স্পেন ও রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এবং ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো। এইবারের হয়ে এক গোল পরিশোধ করেন পেড্রো বিগাস। করোনা পরবর্তী ম্যাচে বার্সা ও রিয়াল জয় পেলেও হোঁচট খেয়েছে আরেক জায়ান্ট এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছে কোচ দিয়াগো সিমিওনের দল। বর্তমানে ২৮টি করে ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান বার্সিলোনার। ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও ৪৬ পয়েন্ট নিয়ে ছয়ে এ্যাটলেটিকো। করোনার কারণে তিন মাসেরও বেশি সময় খেলা বন্ধ থাকায় ব্যস্ত সূচীতে খেলা অনুষ্ঠিত হবে। যে কারণে আজ রাতেই ফের মাঠে নামছে বার্সিলোনা। আসরের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল লেগানেস। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে খেলবে লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। এইবারের বিরুদ্ধে ম্যাচটি ছিল অলহোয়াইটদের কোচ হিসেবে জিনেদিন জিদানের ২০০তম ম্যাচ। ফরাসী কোচের মাইলফলক ছোঁয়া ম্যাচে জয় উপহার দিয়েছেন সার্জিও রামোস-টনি ক্রুসরা। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে পুনঃসংস্কার কাজ চলায় ম্যাচটি সরিয়ে নেয়া হয় রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড এস্টাডিও আলফ্রেডো ডি স্টেফানোতে। ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য মাঠে যেন শুরু থেকেই গোল ক্ষুধায় পেয়ে বসে রিয়ালকে। ম্যাচের চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক গোলে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার ক্রুস। এরপর ৩০ মিনিটে রামোস ও ৩৭ মিনিটে মার্সেলো স্কোরবোর্ডে নাম লেখান। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যায় বিবর্ণ রিয়ালকে। আক্রমণাত্মক হয়ে ওঠে গোলশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এইবার। ৬০ মিনিটে পেড্রো বিগাসের গোলে আশাটা আরও জাগিয়ে তুলে তারা। তবে শেষ পর্যন্ত রামোস-ভারানেদের আর ফাঁকি দিতে পারেনি এইবারের ফুটবলাররা। ফলে স্বস্তির তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন রিয়ালের ফুটবলাররা। যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় পুরো বিশ্ব উত্তাল। এ ঘটনার প্রতিবাদে তিন সপ্তাহ’র বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি সহিংসতা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এছাড়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। বসে নেই ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে অনেক ফুটবলার ফ্লয়েডের হত্যার বিচারের দাবিতে মুখ খুলেছেন। ম্যাচটিতে গোল করে এই নারকীয় হত্যার প্রতিবাদ জানিয়েছেন মার্সেলো। ব্রাজিলিয়ান ডিফেন্ডার তার করা গোলটি জর্জ ফ্লয়েডকে উৎসর্গ করেছেন। বিশ্বজুড়ে চলা ব্ল্যাক লিভস ম্যাটার ম্যুভমেন্টে শামিল হতে গোলের পর মার্সেলো হাঁটু গেড়ে প্রতিবাদ জানান। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে নির্মমভাবে হত্যার শিকার হন ফ্লয়েড। মার্সেলোর আগেই জার্মান বুন্দেসলিগার ফুটবলাররা জর্জ ফ্লয়েডকে তাদের গোল উৎসর্গ করেন। এদের মধ্যে অন্যতম জাডোন সানচো ও আশরাফ হাকিমি।
×