ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘২০০’ ম্যাচের মাইলফলক জিদানের

প্রকাশিত: ২২:৩৭, ১৬ জুন ২০২০

‘২০০’ ম্যাচের মাইলফলক জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলার হিসেবে কিংবদন্তীর আসনে বসা জিনেদিন জিদান কোচ হিসেবেও একই পর্যায়ে পৌঁছে গেছেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর দলটিকে একের পর এক উপহার দিয়েছেন স্বর্ণালী সাফল্য। এর মধ্যে দায়িত্ব নেয়ার পর টানা তিন মৌসুম জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। তারকা এই কোচ অবশেষে রিয়ালের কোচ হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর অসাধারণ রেকর্ড গড়েছেন। রবিবার রাতে স্প্যানিশ লা লীগায় এবারের বিরুদ্ধে ম্যাচে এ রেকর্ড গড়েন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা। রিয়ালের অনুশীলন মাঠ আলফ্রেডো দি স্টেফানো স্টেডিয়ামে জিদানের মাইলফলকের ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে গ্যালাক্টিকোরা। রিয়ালের তৃতীয় কোচ হিসেবে দুই শ’ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন জিদান। জিদানের চেয়ে বেশি ম্যাচে রিয়ালের ডাগআউটে দাঁড়ানোর কীর্তি আছে কেবল ভিসেন্টে ডেল বস্ক (২৪৬) ও মিগেল মুনিয়োর (৬০৫)। জিদানের ২০০ ম্যাচের মধ্যে লীগ ম্যাচ ১৩৫টি, চ্যাম্পিয়ন্স লীগে ৪০টি, কোপা ডেল রেতে ১৫টি। ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপে ৪টি করে এবং ইউরোপিয়ান সুপার কাপে ২টি ম্যাচ। এর মধ্যে ১৩১ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লীগ জেতান জিদান। পরের মৌসুমে এনে দেন লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পাঁচ দিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিশ্বকাপজয়ী সাবেক এই এ্যাটাকিং মিডফিল্ডার। এর পর রিয়াল মাদ্রিদের চরম ভরাডুবি হতে থাকে। প্রিয় ক্লাবের করুণ দশা দেখে ক্লাব কর্তাদের অনুরোধে ১০ মাস পর আবারও দলটির কোচ হিসেবে ফেরেন জিদান।
×