ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মোয়াজ্জেমের মৃত্যু তদন্তে পুলিশের কমিটি

প্রকাশিত: ২২:৩১, ১৬ জুন ২০২০

সাংবাদিক মোয়াজ্জেমের মৃত্যু তদন্তে পুলিশের কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডার আফতাবনগরের বাসায় অগ্নিকা-ে দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হুমায়ুন কবিরকে প্রধান করে গঠিত কমিটিতে অপর দুই সদস্য হচ্ছেন- সহকারী কমিশনার (বাড্ডা) এলিন চৌধুরী ও বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু। তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্তের পরই এসব ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এদিকে অগ্নিকা-ের আগে স্বামী-স্ত্রীর ঝগড়ার যে তথ্য পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন নান্নুর স্ত্রী শাহীনা হোসেন পল্লবী। তিনিও এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যুর মামলাটি তদন্ত করছে পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় এখনও আলামত সংগ্রহ করা যায়নি। দুই-একদিনের মধ্যেই প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে।
×