ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজেট প্রতিক্রিয়া জানাল ইএবি, বারভিডা ও বিপিজিএমইএ

প্রকাশিত: ২১:৩০, ১৬ জুন ২০২০

বাজেট প্রতিক্রিয়া জানাল ইএবি, বারভিডা ও বিপিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিয়ে প্রতিক্রয়ায় সরকারকে ধন্যবাদ ও কয়েকটি প্রস্তাবনা দিয়েছে এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি), বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন (বারভিডা) ও বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। সোমবার এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে বাস্তবতার নিরিখে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকা- পুরুজ্জীবিতকরণ, অর্থনৈতিক কার্যক্রম সচল ও গতিশীল এবং অক্ষুণœ রাখার প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে। বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অবকাঠামো, আর্থ-সামাজিক, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেয়ায় বাজেট যুগোপযোগী হয়েছে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত আয়কর প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন (বারভিডা)।
×