ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে বসছে আরো চারটি নমুনা সংগ্রহ বুথ

প্রকাশিত: ১৫:৪১, ১৫ জুন ২০২০

রামেক হাসপাতালে বসছে আরো চারটি নমুনা সংগ্রহ বুথ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে প্রতিদিনই বড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। নমুনা সংগ্রহে গতি বাড়াতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ সিটি কর্পোরেশন এলাকার নিরাপদ কয়েকটি উন্মুক্ত স্থানে ‘নমুনা সংগ্রহের বুথ’ চালু হতে যাচ্ছে। সেচ্ছায় যারা নমুনা পরীক্ষার করাতে চান তারা এই বুথগুলোতে গিয়ে তাৎখনিক নমুনা দিতে পারবেন। তবে স্থানীয় মহলের দাবি শুধু নমুনা সংগ্রহ বৃদ্ধি করলেই হবে না, ল্যাবে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে হবে। নয়তো রাজশাহীতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নমুনা জটের পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি পবে। জানা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪টি ‘নমুনা সংগ্রহ বুথ’ স্থাপনের সরঞ্জামাদী এসে পড়েছে। বুথগুলো চালু করতে এরই মধ্যে হাসপাতালটির কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। ৪টি বুথের মধ্যে দুইটি বসান হবে হাসপাতালের ইমারজেন্সি বিভাগ এলাকায় এবং অপর দুইটি বসান হবে আউটডোর বিভাগ এলাকায়। রামেক হাসপাতালের প্রধান গেটের পূর্ব পাশে সম্প্রতি দুটি কাঁচের ঘর নির্মাণ করা হয়েছে। এই দুটি কাঁচের ঘর নমুনা সংগ্রহের বুথ হিসেবে কাজে লাগানো হবে। তবে ঠিক কবে নাগাদ এই বুথগুলো চালু হবে এ বিষয়ে কোন পক্ষই কিছু জানাতে পারেনি। সূত্র মতে, ব্র্যাকের সহযোগীতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেও ৪টি পৃথক স্থানে নমুনা সংগ্রহের বুথ স্থাপনের প্রক্রিয়া চলছে। এ জন্য ব্র্যাক কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা চাইবে। করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহীর সুশাসন বিশ্লেষক সুব্রত কুমার পাল জানান, নমুনা সংগ্রহে জটিলতা কমাতে বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ ভালো উদ্যোগ। তবে শুধু নমুনা সংগ্রহে সীমাবদ্ধ থাকলে হবে না। রাজশাহীর দুটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা সংগ্রহের জন্য চারটি বুথ স্থাপনের কথা চলছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তাই তিনি কোন মন্তব্য করতে চাননি।
×