ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০০:১৮, ১৪ জুন ২০২০

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নগরীর রূপাতলীর মামুন মাতুব্বর (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী চাঁদাবাজ রাব্বী মৃধাকে গ্রেফতার ও র‌্যাব-৮’র সদস্যরা রাব্বির সহযোগী জিসানকে আটক করেছে। শনিবার দুপুরে উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, নিহত মামুন মাতুব্বর এলাকার মাওলানা ভাসানী সড়ক এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক মামুনের কাছে দীর্ঘদিন থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার রফিকুল ইসলাম মৃধার মাদকাসক্ত পুত্র রাব্বি ও তার সহযোগীরা। শুক্রবার সন্ধ্যায় দাবিকৃত চাঁদার টাকার জন্য রাব্বি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে রাতে চিকিৎসাধীন মামুন মারা যায়। ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে র‌্যাব-৮’র কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, শুক্রবার মধ্যরাতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাব্বির সহযোগী জিসানকে (২৫) ঝালকাঠির সদর থানার কলেজ মোড় থেকে আটক করে। ঝিনাইদহে ৩শ’ টাকার জন্য খুন নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে একজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত একমাত্র আসামি শাহিনকে গ্রেফতার করে। নিহতের স্বজন পান্নু মন্ডল জানান, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে শাহিনের নিকট থেকে একটি ছাগল ক্রয় করেন নিহত আমিরুল ইসলামের ফুফাত বোনজামাই বিশারত আলী। এ নিয়ে ২ দিন আগে ক্রেতা বিশারত ও বিক্রেতা শাহিন হোসেনের মাঝে বাগবিতন্ডা হয়। বিষয়টি ওইদিন আমিরুল ইসলাম মিটিয়ে দেন। শুক্রবার সকালে এক শালিস নিয়ে আমিরুল ইসলামের সঙ্গে শাহিনের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় শাহিন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, ছাগল বিক্রির মাত্র ৩শ’ টাকাকে কেন্দ্র করে আমিরুল নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দিনাজপুরে দুই শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, পার্বতীপুরে নিখোঁজ হওয়া সাব্বির (৭) ও আফিয়া (১৫ মাস) নামে দুই শিশুর লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয় শুক্রবার রাতে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, শুক্রবার দুপুরের দিকে সাব্বির নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে শহরের বাবুপাড়া জামে মসজিদের পুকুর থেকে সাব্বিরের লাশ উদ্ধার করে এলাকাবাসী। বাবুপাড়া মহল্লার আলামিন হোসেন ওরফে বিপ্লবের একমাত্র ছেলে। এদিকে, একইদিন বিকেলে শিশুকন্যা আফিয়ার মৃত্যু হয়েছে। উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর তেলিপাড়া গ্রামের বাদশাহ মিয়ার একমাত্র কন্যা। মা খাদিজা বেগম ঘরে রেখে টুকিটাকি কাজে বাইরে ছিলেন। বাড়িতে আফিয়াকে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। রাতে বাড়ির পাশের পুকুর থেকে আফিয়ার লাশ উদ্ধার করা হয়।
×