ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা পৌর মেয়রের ভাইকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০০:১৬, ১৪ জুন ২০২০

কুয়াকাটা পৌর মেয়রের ভাইকে গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ জুন ॥ কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা এবং লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ছোট ভাই মোশারেফ মোল্লাকে গ্রেফতারের দাবিতে মহিপুরে শনিবার বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। মহিপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় স্থানীয় লোকজন এতে অংশ নেয়। গণমাধ্যমকর্মীদের গালাগালসহ হুমকি প্রদানের প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসিরুদ্দিন বিপ্লব, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন মোশারেফ মোল্লা ভূমিদস্যু, মাদকসেবী। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য মহিপুর পুলিশকে আল্টিমেটাম দেয়া হয়েছে। অভিযুক্ত মোশারেফ মোল্লা জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। মূলতঃ বালুর ব্যবসা নিয়ে আলীপুর বন্দরের ছাত্রদল নেতা কায়সার মনিরের সঙ্গে মোবাইল ফোনে তার কথা কাটাকাটি হয়েছে। যার কিছু অংশ কেটে ফেসবুকে প্রচার করা হয়েছে।
×