ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

রাজশাহীতে বিজিবির দুই সদস্য নিহত

প্রকাশিত: ০০:১৩, ১৪ জুন ২০২০

রাজশাহীতে বিজিবির দুই সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারী কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫) এবং জোবায়ের হোসেন (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির ২২ সদস্যকে বিজিবির রাজশাহী সেক্টরে প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল বিজিবির একটি ভ্যান। পথে গোদাগাড়ীর সারেংপুর এলাকায় একটি ট্রাক বিজিবির গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে বিজিবির গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫৩ বিজিবির ল্যান্স নায়েক জোবায়ের হোসেন মারা যান। এরপর আহত তিনজনকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫৯ বিজিবির আবু সাঈদকে মৃত ঘোষণা করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত জোবায়ের হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি। বরিশালে ফার্মেসি মালিক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর রূপাতলীতে ট্যাংকলরির চাপায় মাসুদুর রহমান খান (৫০) নামের এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার প্রাক্কালে বরিশাল-পটুয়াখালী সড়কের রূপাতলীর গোল চত্বরের সামনে ট্যাংকলরিটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান খান নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন ‘খান ফার্মেসি’র মালিক এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় সদস্য ছিলেন। আড়াইহাজারে বাইক আরোহী স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে একটি ট্রাকের ধাক্কায় প্রশান্ত দাস (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দায়। প্রশান্ত দাস সোনারগাঁয়ের মরিচারটেক গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন। ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কে উল্টে যায়। মোটরসাইকেল আরোহী প্রশান্ত দাস ঘটনাস্থলেই নিহত হন। প্রশান্ত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর পর ঘাতক ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। সোনারগাঁয়ে শ্রমিক নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে রুস্তম হোসাইন (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরের পিরোজপুরের চেঙ্গাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার আবুল হোসেনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, নিহত রুস্তম হোসাইন মোগরাপাড়া এলাকা থেকে প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে মোটরসাইকেলে হামদর্দের কারখানায় যাচ্ছিলেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে ফেলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে মারা যায়।
×