ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃক্ষ রোপণ কর্মসূচী

প্রকাশিত: ০০:০৭, ১৪ জুন ২০২০

বৃক্ষ রোপণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জুন ॥ শনিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা বন বিভাগের উদ্যোগে তালঝাড়ি মঙ্গলখাল স্লুইস গেটে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। বন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, মুজিববর্ষকে স্মরণীয় করতে উপজেলা বন বিভাগের পক্ষ থেকে সুফল প্রকল্পের মাধ্যমে ১ লাখ গাছের চারা রোপণ করা হবে। এর ধারাবাহিকতায় মঙ্গলখাল স্লুইস গেট থেকে বেলঘড়িয়া কলকলিয়া খাঁড়ির দু’পার্শে ৩০ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ও ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ।
×