ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোমিও ওষুধ বিতরণ

প্রকাশিত: ০০:০৬, ১৪ জুন ২০২০

হোমিও ওষুধ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৩ জুন ॥ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উদ্যোগে কচুয়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হোমিওপ্যাথিক মেডিক্যাল সেন্টারের আয়োজনে বিনামূল্যে ৫শত পরিবারের মাঝে করোনাভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলিপ কুমার রায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার কাম সচিব ডাঃ জাহাঙ্গীর আমল, বোর্ড সদস্য ডাঃ মোঃ আতাহার আলী, কচুয়া পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
×