ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তিন মহল্লা লকডাউনের পরিকল্পনা

প্রকাশিত: ০০:০৫, ১৪ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় তিন মহল্লা লকডাউনের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। বৈঠকে পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও সদর উপেজলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, শহরের পাইকপাড়া, মধ্যপাড়া এবং কাজীপাড়ায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। সদর উপজেলায় শতাধিক করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টিও সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলছে। এর আগে জেলার সিভিল সার্জন একরাম উল্লাহ গণমাধ্যমকে জানান, সদর উপজেলা এবং শহরে ৩টি মহল্লায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৩টি মহল্লাকে লকডাউন করার পরিকল্পনা করা হয়েছে।
×