ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইলে চাচা-ভাতিজা হত্যার ঘটনায় ৭৬ জনের নামে মামলা

প্রকাশিত: ০০:০৫, ১৪ জুন ২০২০

নড়াইলে চাচা-ভাতিজা হত্যার ঘটনায় ৭৬ জনের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৩ জুন ॥ আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে প্রতিপক্ষের লোকজন মুক্তার মোল্যা ও তার ভাতিজা আমিনুর রহমান হাবিলকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লবসহ ৭৬জনকে আসামি করে শুক্রবার রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন নিহত মোক্তার মোল্যার ভাই মোমরেজ মোল্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৩ জনকে আটক করেছে। এছাড়া একই সময়ে প্রতিপক্ষের লোকজন রফিকুল মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান। তিনি বলেন, এসময় গন্ডব গ্রাম থেকে পুলিশ ৯টি ঢাল উদ্ধার করে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল জেলা পরিষদের সদস্য গন্ডব গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের সঙ্গে একই গ্রামের মিরাজ মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় এ দু’গ্রুপ দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে। এ বিরোধের জের ধরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিরাজ মোল্যার সমর্থক মুক্তার মোল্যা, তার ভাতিজা আমিনুর রহমান হাবিল ও রফিকুল মোল্যাকে হত্যা করে। এ সময় উভয়পক্ষে কমপক্ষে ১৫জন আহত হয়।
×