ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে এনজিও মালিককে আটক ও টাকা ফেরতের দাবি

প্রকাশিত: ০০:০২, ১৪ জুন ২০২০

নাটোরে এনজিও মালিককে আটক ও টাকা ফেরতের দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জুন ॥ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মালিককে গ্রেফতার, বিচার ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারী ও কর্মচারীরা। শনিবার দুপুরের দিকে বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এবং হেলপ সোসাইটির মালিক কামরুল ইসলামের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনজিওর কর্মচারী ও বিনিয়োগকারীদের মধ্যে রিপন ম-ল, ইকবাল ম-ল, জয়নাল আবেদীন, মিন্টু, সুমন, সানোয়ার হোসেন প্রমুখ। বক্তারা তথাকথিত এনজিওর নামে গ্রাহক ও বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া কামরুল ইসলামের গ্রেফতার ও বিচার দাবি এবং বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবি জানান। উল্লেখ্য, বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও হেলপ সোসাইটি নামে পুঠিয়ার মোল্লাপাড়া, ঝলমলিয়া এবং মাঝদিঘা অফিস খুলে বসেন কামরুল ইসলাম। এর পর কর্মচারী নিয়োগ দিয়ে ক্ষুদ্র ঋণ প্রদানের নামে সঞ্চয় সংগ্রহের পাশাপাশি মোটা টাকা লাভ দেয়ার কথা বলে বিভিন্ন মেয়াদী ফিক্সড ডিপোজিট প্রকল্প খুলে টাকা সংগ্রহ করেন। বৃহস্পতিবার ঋণ দেয়ার কথা বলে পালিয়ে যান কামরুল ইসলাম। এর পর গত বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিট রাখা লোকজন তার বাড়ির সামনে অবস্থান নিয়ে টাকা ফেরতের দাবি করছেন।
×