ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে ॥ বাদশা

প্রকাশিত: ০০:০২, ১৪ জুন ২০২০

বর্ণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে ॥ বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বৈষম্যহীন, সা¤্রাজ্যবাদ-বর্ণবাদ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই লড়াই যদি সফল হয় তাহলে দরিদ্র মানুষ মুক্তি লাভ করবে। শোষণের রাজ্য ধ্বংস হয়ে যাবে। মানুষে মানুষে বৈষম্য কমে যাবে। আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন। শনিবার রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে এই সংহতি সমাবেশের আয়োজন করে মহানগর ওয়ার্কার্স পার্টি। সেখানেই প্রধান অতিথির বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা। এর আগে জর্জ ফ্লয়েডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফজলে হোসেন বাদশা। পরে সংহতি সমাবেশে তিনি বলেন, আমেরিকার সাদা মানুষরা নিজেদের সভ্য বলে দাবি করে। আর যারা এ সভ্যতা গড়ে তুলেছে, যারা কালো মানুষ, তাদের প্রতি অন্যায় আচরণ করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রকম ফ্যাসিস্ট, বর্ণবাদী এবং সা¤্রাজ্যবাদী। আমেরিকা ইরান, প্যালেস্টাইন, কিউবা, ভেনিজুয়েলা, কোরিয়ার মতো দেশকে অন্যায়ভাবে অবরোধ করে রেখেছে। সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য আডভোকেট এন্তাজুল হক বাবু। সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সম্পাদকম-লীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবদুল মতিন, নাজমুল করিম অপু, সদস্য মনির উদ্দিন পান্না, নগর ছাত্রমৈত্রী সভাপতি জুয়েল খান প্রমুখ।
×