ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুলছড়ি উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ

প্রকাশিত: ০০:০১, ১৪ জুন ২০২০

ফুলছড়ি উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জুন ॥ ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শনিবার উপজেলা পরিষদভুক্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের উদ্যোগে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডকে নানাভাবে বাধাগ্রস্ত করছেন। এতে নদী ভাঙ্গনকবলিত ও অবহেলিত উপজেলার মানুষ উন্নয়নবঞ্চিত। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, টিআর প্রকল্পের আওতায় টিন বিতরণে তিনি অন্যায়ভাবে নিজের অংশ দাবি করেন। এছাড়া টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের শতকরা ৮০ ভাগ নিজে দাবি করেন এবং বাকি ২০ ভাগ চেয়ারম্যানদের প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন। তার এই অন্যায় দাবি না মানায় তিনি এ পর্যন্ত কোন নথিতে স্বাক্ষর করবেন না মর্মে হুমকি দেন। এছাড়া এই উপজেলার নতুন প্রায় ৭শ’ বয়স্ক ও বিধবা ভাতার নামের তালিকা উপজেলা পরিষদে উত্থাপন করা হলেও এক বছর অতিক্রান্ত হলেও চেয়ারম্যান তাতে স্বাক্ষর করছেন না। এতে এ সমস্ত বয়স্ক, বিধবা পরিবার সরকারী ভাতা না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এমপি ও ডেপুটি স্পীকার সম্পর্কে নানা অশালীন মন্তব্য করেন এবং এ সমস্ত প্রকল্পের ব্যাপারে নিজে অন্যায় করে তাকে দোষারোপ করেন। ফলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুকুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান মেঃ লিটন মিয়া, উড়িয়া চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উদাখালী চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গজারিয়া চেয়ারম্যান মোঃ শামছুল আলম, এরেন্ডবাড়ি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ফজলুপুর চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক প্রমুখ।
×