ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কোচ হচ্ছেন কলিংউড

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ জুন ২০২০

ইংল্যান্ডের কোচ হচ্ছেন কলিংউড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেট দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন পল কলিংউড। সবকিছু ঠিক থাকলে আগামী আয়ারল্যান্ড সিরিজেই নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে। সিরিজ চলাকালীন বিরতিতে থাকবেন প্রধান কোচ ক্রিস সিলভার উড। আগামী সপ্তাহেই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিজ দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে কলিংউডের। ২০১৪ সালে ইংল্যান্ডে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবার বিশ্বজয়ীদের প্রধান কোচ হিসেবে খ-কালীন দায়িত্ব পাচ্ছেন সাবেক এই তারকা অলরাউন্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪৪ বছর বয়সী কলিংউড। তবে পেশাদার ক্রিকেট ছেড়েছেন ২০১৮ সালে। এরপর থেকেই কোচিংকে পুরোদস্তুর পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
×