ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০০:১৩, ১৩ জুন ২০২০

নারায়ণগঞ্জে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল দাবিতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এনায়েতনগর এলাকায় শোভন গ্রুপের শোভন সিল্ক এ্যান্ড নিটিং মিলস লিঃ কারখানার শ্রমিকরা শুক্রবার সকাল ১০টায় শহরে বিক্ষোভ মিছিল ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। সমাবেশে শোভন সিল্ক এ্যান্ড নিটিং মিলস লিঃ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শোভন গ্রুপের দুই শতাধিক শ্রমিককে করোনার কারণে ১ মাস সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি। ছাঁটাইকৃত শ্রমিকরা সকলেই সিনিয়র শ্রমিক। এদের মধ্যে ২০/২৫ বছর কর্মরত শ্রমিকও রয়েছে। মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে তারা সমস্যার সমাধান না করে কালক্ষেপণ করছেন। সাভার সংবাদদাতা সাভার থেকে জানান, সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শ্রমিক ও ১১টি শ্রমিক সংগঠন। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এবং আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শ্রমিকরা জানান, করোনা সঙ্কটকে পুঁজি করে অনেক পোশাক কারখানার মালিক অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করছে। কারখানা বন্ধ থাকা অবস্থায় মোবাইল ফোনে কল করে অনেক শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে। এছাড়া করোনাকালীন শ্রমিকদের বার্ষিক ছুটির টাকা না দিয়ে ৪০ শতাংশ মজুরি কাটা হয়েছে। এ সময় শ্রমিক নেতারা বলেন, বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই করা হবে। এমন ঘোষণা মানবতাকে কুঠারাঘাত করেছে। শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন শ্রমিক নেতারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারি ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজসহ ১১টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
×