ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ০০:০৭, ১৩ জুন ২০২০

চুয়াডাঙ্গায় ছেলের হাতে মা খুন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১২ জুন ॥ জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে পারিবারিক দ্বন্দ্বে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ঝগড়ার এক পর্যায়ে গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মন্টু মিঞার স্ত্রী সাজেদা খাতুনের মাথায় (৪৫) তার ছেলে জামিরুল (২৫) লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় মারাত্মকভাবে আহত সাজেদা খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। ফরিদপুরে বড় ভাই নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে ছোট ভাই তানজিল মোল্লাকে (১২) গলা টিপে হত্যা করেছে বড় ভাই নাজমুল মোল্লা (১৯)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের চর বাগাট গ্রামের একটি পাটখেতে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ নাজমুলকে আটক করেছে। তানজিল ও নাজমুলের বাবা অহিদ মোল্লা একজন ভ্যানচালক। এই দুই ছেলে ছাড়া তাঁর আরও দুই মেয়ে রয়েছে। তবে মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে তানজিল স্থানীয় বাগাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বড় ছেলে নাজমুল ঢাকায় থাকে। গত ১৫ দিন ধরে সে বাড়িতে অবস্থান করছে। জানা যায়, তিন বছর আগে নাজমুল এক অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে। পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এসব কারণে মাঝে মধ্যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। শুক্রবার সকাল ১০টার দিকে নাজমুল বাড়িতে এসে বলে, সে তার ছোট ভাই তানজিলকে গলা টিপে হত্যা করে বাড়ির বাশে পাটখেতের মধ্যে ফেলে রেখে এসেছে। প্রথমে পরিবারের সদস্যরা এটি বিশ্বাস করেনি। পরে পরিবারের সদস্যরা ওই পাটখেতে গিয়ে তানজিলকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, শুক্রবার বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাকিল (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। তাকে রাম দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল বালু ব্যবসা ও একটি মৎস্য খামার চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগ্রাম তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল একটি মৎস্য খামারে চাকরির সঙ্গে বালু ব্যবসা করতেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার এক সঙ্গীকে মোটরসাইকেলে নিয়ে তিনি যাচ্ছিলেন। এসময় আকাশতারা মোবাইল ফোন টাওয়ার এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ তার ওপর হামলা চালায় এবং রাম দা দিয়ে কোপায়। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানায়, এলাকায় একটি জুয়ার বোর্ডের টাকার ভাগবাটোয়ারা নিয়ে তার সঙ্গে একটি গ্রুপের বিরোধ বাধে। তবে সদর থানা পুলিশ জানিয়েছে, তাদের ধারণা পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটে। নিহত শাকিলের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, নিখোঁজ হওয়ার ৩ দিন পর ধনঞ্জয় বাড়ৈ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি বিলের কচুরিপানায় ঢাকা একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ধনঞ্জয় উপজেলার কদমবাড়ি দিঘীরপাড় গ্রামের ধলু বাড়ৈর ছেলে। জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ধলু বাড়ৈর ছেলে ধনঞ্জয় বাড়ৈকে মঙ্গলবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী হিজলবাড়ির বিলে মাছ ধরার কথা বলে দুই বন্ধু রবিন (২০) ও সুজন (১৮) ডেকে নিয়ে যায়। এরপর থেকে ধনঞ্জয় নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে হিজলবাড়ি বিলের কচুরিপানায় ঢাকা একটি ডোবা থেকে ধনঞ্জয় বাড়ৈর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পটিয়ায় আহত প্রবাসীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা পটিয়া চট্টগ্রাম থেকে জানান, জায়গা নিয়ে বিরোধের জের ধরে আহত পটিয়ায় এক আমেরিকা প্রবাসী ৬ দিন পর মারা গেছে। তার নাম মোঃ বেলাল উদ্দিন (৪০)। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর (উত্তর দেয়াং) এলাকার হাজী নূর আহমদের পুত্র। মারামারির ৬ দিন পর হাসপাতালে নেয়ার পথে শুক্রবার সকাল ৮টায় মারা যায় তিনি। এর আগে গত শনিবার আমেরিকা প্রবাসীর বিরোধীয় একটি জায়গা নিয়ে কোলাগাঁও এলাকার আবদুর রউফ ভুট্টো, মহিউদ্দিনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে শুক্রবার জুয়ার আসরে বিরোধের জেরে সহযোগীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান আকন্দ (৪২)। সে দিনাজপুরের হাকিমপুর থানার খাট্টাউসনা গরিয়াল এলাকার আবুল হোসেন আকন্দের ছেলে। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকার পরিত্যক্ত হোসাফ মিটার লিমিটেড কারখানার ভেতরে বসে বৃহস্পতিবার রাতে মান্নান আকন্দসহ কয়েক যুবক জুয়া খেলছিল। শুক্রবার ভোরের দিকে তাদের মাঝে বাগ্বি-া শুরু হয়। একপর্যায়ে সহযোগীরা ওই যুবক মান্নানের বুকের মাঝে ছুরিকাঘাত করে।
×