ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. আশরাফ বশেমুরকৃবির ডিন নিযুক্ত

প্রকাশিত: ০০:০৪, ১৩ জুন ২০২০

ড. আশরাফ বশেমুরকৃবির ডিন নিযুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবির) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান আগামী দুই বছরের জন্য নিযুক্ত হয়েছেন। তিনি ১৯৬৩ সনে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হইতে বি.এস.সি এজি (অনার্স) এবং এম.এস.সি (এজি) উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে যথাক্রমে ১৯৮৬ ও ১৯৮৭ সনে ডিসটিংন্কশনসহ প্রথম শ্রেণীতে ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সনে তিনি জাপানের কিউশু ইউনিভার্সিটি থেকে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শিক্ষকতা জীবনে শুরু থেকেই তিনি প্লান্ট ব্যাকটেরিওলজি এবং বীজ রোগতত্ত্ব বিষয়ের ওপর গবেষণা এবং পাঠদান করে আসছেন।- বিজ্ঞপ্তি
×