ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের দুই মাসের বেতন মওকুফ

প্রকাশিত: ০০:০০, ১৩ জুন ২০২০

শিক্ষার্থীদের দুই মাসের বেতন মওকুফ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদ করোনার ভয়াবহতা বিবেচনা করে স্কুলের ১ হাজার ৬শ’ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করে দিয়েছে। এ সময় স্কুলে কর্মরত শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস বিদ্যানিকেতন ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়েছে। বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন জানান, ২০০৭ সালে নারায়ণগঞ্জের ভুইয়ারবাগ এলাকায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের মেধা বিকাশের সুযোগ করে দেয়াই আমাদের উদ্দেশ্য। সেজন্যই কোন শিক্ষার্থী আর্থিক সঙ্কটের কারণে ঝরে না পড়ে সে জন্য শিক্ষার্থীদের এপ্রিল এবং মে মাসের বেতন মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, গত মার্চ, এপ্রিল এবং মে মাসের শিক্ষকদের বেতন এবং বোনাস বিদ্যানিকেতন ট্রাস্টের তহবিল থেকে প্রদান করা হয়েছে। বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, বিদ্যানিকেতন হাইস্কুলটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হয় না। এখানে সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করা হয়ে থাকে।
×