ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনকল্যাণমুখী বাজেট ॥ সুপ্রীমকোর্ট বার

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ জুন ২০২০

জনকল্যাণমুখী বাজেট ॥ সুপ্রীমকোর্ট বার

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস যখন সবকিছু তছনছ করে দিচ্ছে। মানুষ বেঁচে থাকার লড়াই করতে গিয়ে গোটা পৃথিবীকে থমকে দিয়েছে। সেই মুহুর্তে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি পেশ করেছে তা হবে জনকল্যানমুখী হবে । সফল ভাবে বাস্তবায়িত হলে করেনায় যে সংকটের সৃষ্টি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠা যাবে। আইন ও বিচার বিভাগে যে বরাদ্দ দেয়া হয়েছে তার মাধ্যমে সারাদেশে ই-জুডিশিয়ারি বাস্তবায়ন দ্রুত এগিয়ে যাবে। দেশের আদালতগুলোতে ডিজিলাইজেশন করা সম্ভব হবে। এটি একটি জনবান্ধব বাজেট। বাজেট প্রতিক্রিয়ায় এমনই অভিমত ব্যাস্ত করেছেন সুপ্রীমকোর্টের আইনবিশেষজ্ঞগণ। ইতোমধ্যে সরকারের বিচার বিভাগ পরিচালনা ও উন্নয়ন খাতে আগামী ২০২০-২১ অর্থবছরে এক হাজার ৭৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। বাজেটে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বছর বরাদ্দ বাড়ানো হয়েছে ২৩ কোটি টাকা।
×