ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারকদের চিকিৎসা

প্রকাশিত: ২৩:৫৭, ১৩ জুন ২০২০

বিচারকদের চিকিৎসা

স্টাফ রিপোর্টার ॥ দেশের অধস্তন (নিম্ন) আদালতের বিচারকদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল লিমিটেড। শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ লক্ষ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মোঃ হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন।
×