ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা ছাড়লেন ২৮৭ ইতালি প্রবাসী

প্রকাশিত: ২৩:৫৫, ১৩ জুন ২০২০

ঢাকা ছাড়লেন ২৮৭ ইতালি প্রবাসী

স্টাফ রিপোর্টার ॥ দেশে এসে করোনা ছড়িয়ে এবার ফিরতে শুরু করেছেন ইতালি প্রবাসীরা। মার্র্চে করোনা তা-বের মুখে যারা দেশে এসেছিলেন, তাদের মধ্যে ২৮৭ জনের প্রথম ব্যাচ ইতালির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ইতালির রোমের উদ্দেশে যাত্রা করে। এখন থেকে প্রতি সপ্তাহেই এভাবে ফিরতে থাকবেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশী। তারা সে দেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশীদের নিয়ে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবে। বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন সহস্রাধিক ইতালি প্রবাসী বাংলাদেশী। বাকিদেরও পর্যায়ক্রমে ইতালি ফিরে যাবার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোনেম। উল্লেখ্য, গত মার্চের শুরুতেই ঢাকায় ফিরতে শুরু করেন ইতালি প্রবাসীরা। তখন বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব না ঘটায় বিমানবন্দরে তাদের খুব বেশি বেগ পেতে হয়নি। ঘরে ফেরা ইতালি প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না রেখে মৌখিকভাবে শুধু তাদের পরামর্শ দেয়া হয়েছিল- বাড়িতে গিয়ে যেন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা বিমানবন্দরে সেটা মেনে চলার আশ্বাস দিলেও কেউই সেটা মানেনি। বাড়িতে গিয়েই বাজারে বসে আড্ডাবাজি আর আমোদ ফুর্তিতে মেতে ওঠে। তারপর হঠাৎ মাদারীপুরের শিবচর উপজেলার বেশ ক’জন করোনায় আক্রান্ত হবার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের টনক নড়ে। এতে সেনা মোতায়েন করে গোটা শিবচরকে লকডাউন করার মধ্যে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
×