ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুগান্তকারী ও সময়োপযোগী বাজেট ॥ ছাত্রলীগ

প্রকাশিত: ২৩:৫৫, ১৩ জুন ২০২০

যুগান্তকারী ও সময়োপযোগী বাজেট ॥ ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘যুগান্তকারী, সময়োপযোগী ও জনকল্যাণমুখী, ব্যবসাবন্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল’ বাজেট বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অর্থবছরের বাজেট নিয়ে ছাত্রলীগ এ প্রতিক্রিয়া জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিক্ষা, খাদ্যবান্ধব কর্মসূচী, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, কর্মসংস্থানসহ অন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
×