ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আরও ৯৪১ প্রাণহানি

প্রকাশিত: ২৩:৪০, ১৩ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আরও ৯৪১ প্রাণহানি

শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারী হিসাবে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮০৩ জনে দাঁড়াল। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়। বিবিসি। জনস হপকিন্সের টালি অনুসারে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ লাখ ২২ হাজার ৪৮৮ জনে। সারা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এত বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মত। অন্যান্য দেশে নমুনা পরীক্ষার সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক অনেক কম। সে কারণেই সেসব দেশে শনাক্তের সংখ্যাও কম দেখা যাচ্ছে।
×