ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের ভিসা পেল না মার্কিন প্যানেল

প্রকাশিত: ২৩:৪০, ১৩ জুন ২০২০

ভারতের ভিসা পেল না মার্কিন প্যানেল

ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা খতিয়ে দেখতে দেশটি সফর করতে চাওয়া মার্কিন সরকারের একটি প্যানেল সদস্যদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের সাংবিধানিক অধিকার মূল্যায়নে এ ধরনের বিদেশী সংস্থার কোন এখতিয়ারই নেই। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় বসার পর থেকে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর একের পর এক হামলা-নির্যাতনের ঘটনায় নরেন্দ্র মোদির সরকারকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক দেশের’ তালিকায় অন্তর্ভুক্তও করেছে। তালিকাটিতে চীন, ইরান, সিরিয়া ও রাশিয়ার মতো দেশও আছে। এপ্রিলে ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন থেকে মুসলমানদের বাদ দেয়ায় নরেন্দ্র মোদি সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রশাসনের প্রতি সুপারিশও করেছিল। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যালোচনাকারী এ মার্কিন কমিশন ভারতের পরিস্থিতি নিয়ে যে সমীক্ষা চালিয়েছিল, নয়াদিল্লী তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর। ভারতীয় নাগরিকদের অধিকার নিয়ে ‘ইউএসসিআইআরএফের জ্ঞান সামান্য’ অ্যাখ্যা দিয়ে মার্কিন এ প্যানেলের অবস্থানকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেছেন তিনি। ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত ইস্যুতে ভারত সফর করতে চাওয়া ইউএসসিআইআরএফের দলকে ভিসা দেইনি আমরা, ১ জুন বিজেপির এক সাংসদকে লেখা চিঠিতে জয়শংকর এমনটিই বলেছেন। ভারতের এ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ভারতীয় নাগরিকদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার নিয়ে ইউএসসিআইআরএফের মতো বিদেশী প্রতিষ্ঠান বা সংস্থাগুলো কিছু বলতে পারে না, এ নীতির ভিত্তিতেই সরকার এমন পদক্ষেপ নিয়েছে। ঝাড়খ- থেকে নির্বাচিত নিশিকান্ত দুবে লোকসভায় ইউএসসিআইআরএফের প্রতিবেদনের প্রসঙ্গটি তুলেছিলেন। -রয়টার্স
×