ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউরোপে শীঘ্রই দ্বিতীয় ধাপে মহামারীর শঙ্কা

প্রকাশিত: ২৩:৩৯, ১৩ জুন ২০২০

ইউরোপে শীঘ্রই দ্বিতীয় ধাপে মহামারীর শঙ্কা

ইউরোপে কিছুদিন ধরে যে বিশাল গণবিক্ষোভ হচ্ছে তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাস মহামারী দ্বিতীয় ধাপে প্রকট হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজনীতিবিদ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারাসহ বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে ইউরোপের বড় বড় শহরগুলোতে সম্প্রতি কয়েকদিনে লাখো মানুষ বর্ণবাদবিরোধী বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার ‘ইউরোপিয়ান সোসাইটি অব ইনটেনসিভ কেয়ার মেডিসিন’ এর প্রধান জোসেফ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেককেই যখন একে অপরের কাছ থেকে দেড় মিটার দূরে থাকতে বলা হচ্ছে, ঠিক তখনই প্রত্যেকে একে অপরের পাশাপাশি অবস্থান করছে; একে অপরকে স্পর্শ করছে- এটি মোটেই ভাল কথা নয়। -বিবিসি
×